×

খুলনা

জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ঠিকাদার ও সরকারি ব্যক্তিবর্গের লোভের কারণে শতাধিক মানুষ গৃহহীন

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর শহর প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

ঠিকাদার ও সরকারি ব্যক্তিবর্গের লোভের কারণে শতাধিক মানুষ গৃহহীন

ছবি: ভোরের কাগজ

   

যশোরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে যশোর পৌরসভার ভেরব নদী সংলগ্ন ৪নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার নদী তীরের ৮০/৯০টি বাড়ি নদীগর্ভে ভেঙ্গে পড়েছে। এতে শতাধিক পরিবার গৃহহীন হয়ে অসহায় হয়ে পড়েছে। এছাড়া তীরবর্তী আরো শতাধিক বাড়ি যেকোনো সময় নদীতে ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপিতে স্থানীয়রা জানিয়েছেন, নদী খননের সময় নদী খননে নিয়োজিত ঠিকাদার এবং খনন কাজে নিয়োজিত সরকারি ব্যক্তিরা এবং স্থানীয় কিছু কুচক্রিরা নদীতল এবং নদীর পাড়ের তল থেকে কয়েক লাখ টন বালু অবৈধ ও অপিরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যার ফলে গত কয়েকদিনের বৃষ্টিতে নদী তীরের মাটি সরে গিয়ে বাড়িগুলো নদীতে গিয়ে পড়েছে। স্মারকলিপিতে জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক আকবার হোসেন খোকনসহ ৬০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্বাক্ষর করেছেন।

স্থানীয় স্বাক্ষরকারিরা দ্রুত ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষদেরকে পুর্নবাসন এবং নদী ভাঙ্গন রুখতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যাদের কারণে এই ক্ষতি সেই ঠিকাদার, খনন কাজে নিয়োজিত সরকারি ব্যক্তিরা এবং স্থানীয় কুচক্রিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন: সংখ্যালঘুদের জমি দখল: বালী গংদের নানা অপকর্ম তুলে ধরলেন ভুক্তভোগীরা

তবে স্মারকলিপিতে স্থানীয় কুচক্রিদের নাম প্রকাশ করা না হলেও সরেজমিনে গেলে স্থানীয় ক্ষুদ্ধ বাসিন্দারা জানান, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন এবং নদী খনন কাজে নিয়োজিত ঠিকাদার এবং খনন কাজে নিয়োজিত যশোর পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা এ অবৈধ বালু তোলার কাজে জড়িত। সেসময় তাদেরকে বার বার ড্রেজার দিয়ে বালু তুলতে বাধা দিলেও কোনো কাজ হয়নি। আর প্রাণ ভয়ে আর কেউ কোনো পদক্ষেপ নিতে পারেননি। 

যশোর সিটি কলেজের সহযোগি অধ্যাপক এনায়াতুজ্জামান স্থানীয় একজন ব্যাংকার, গাড়ি চালক মশিয়ার রহমান, শফিয়ার রহমানসহ একাধিক ব্যক্তি ক্ষোভের সঙ্গে জানান, আমরা সাবেক কাউন্সিলর টাক মিলন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলিকে বার বার অনুরোধ করেছি। কিন্তু কোনা কিছুতেই কিছু হয়নি। বরং আমাদেরকে হুমকি দেয়া হয়েছে। স্থানীয়দের দাবি নদীর (ঘোষপাড়া মৌজা ঘেষা) প্রায় এক কিলোমিটার এরিয়া থেকে লাখ লাখ গাড়ি বালু তুলে নিয়ে গেছে তারা। 

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি পলাশ ব্যানার্জি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল দেখে এসেছি। আর ৮ মাস হলো আমি এখানে এসেছি। তাই পূর্বের কোনো কিছু আমি বলতে পারছি না। তবে দ্রুতই নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App