×

খুলনা

যশোরে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

Icon

জিয়াউর রহমান রিন্টু, যশোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

যশোরে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

নিহত যুবলীগ নেতা আনিসুল রহমান। ছবি : ভোরের কাগজ

   

যশোরের চৌগাছায় বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও পল্লী চিকিৎসক আনিসুর রহমান (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে সামান্য দূরে চায়ের দোকানে এ হামলার শিকার হন তিনি।

আনিসুর সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত জলিল ডাক্তারের ছেলে এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন আশার আপন ছোট ভাই।

এর আগে ২০০২ সালে ২৪ জুলাই আনিসুর হত্যাকাণ্ডের নায়ক লেন্টু, ওহিদুলরা উপজেলার ঝাউতলা বাজারে চেয়ারম্যান আশরাফ হোসেন আশাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। 

নিহত আনিসুরের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে আবিদ হাসান জানান, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই তাকে হত্যা করা হয়েছে। আবিদ বলেন, আমার বাবা রাত সাড়ে ৭টা বা ৮টার দিকে বাড়ির সামনে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। এমন সময় আমাদের গ্রামের বিএনপির চিহ্নিত সন্ত্রাসী রোস্তমের ছেলে লেন্টু (৪৮), সাত্তার ডিলারের ছেলে হাদি (৩৮), সিদ্দিকের ছেলে আমিন (৩৫), মৃত আলাউদ্দিনের ছেলে কুরবান (৩৬), খালেকের ছেলে আবু তালেব (২৫), নওশের আলীর ছেলে অহিদুল, মশিয়ারের ছেলে ইলিয়াছসহ ৭/৮ জন সন্ত্রাসী কুড়াল, লোহার রড, রাম দা, হাতুড়ি, লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে আক্রমণ করে।

তিনি আরো জানান, প্রথমে হাদি তার হতে থাকা হাতুড়ি দিয়ে আমার বাবাকে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গিয়ে উঠে দৌড়ে পালাতে চাইলে হাদি হাতুড়ি দিয়ে তার পায়ে আঘাত করে ফেলে দেয়। এরপরে সকলে মিলে তার দু’পা এবং হাত ভেঙ্গে দেয় এবং তার পিঠের সমস্ত হাড় পিটিয়ে ভেঙ্গে ফেলে। তখন আমার সালাম চাচা (আনিসুরের ফুপাতো ভাই) আব্বাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাকেও আক্রমণ করে। সন্ত্রাসীরা আমার বাবাকে মেরে ফেলে রেখে যাওয়ার পরে স্থানীয়রা দ্রুত আমার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে রেফার করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাইকে বাচাতে গিয়ে হামলার শিকার সালাম বলেন, তারা আমার মাথায় রাম দা দিয়ে কোপ মেরেছে। মাথায় ৪টা সেলাই আর পিঠে হাতে পায়ে অসংখ্য মারের আঘাতে আমি অসুস্থ। এরপরে তিনি আর কথা বলেননি।

আরো পড়ুন : প্রতিপক্ষের হামলায় পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

এদিকে এই দুই ভাইকে মেরে যাওয়ার পথে জগন্নাথপুর গ্রামের সাবেক এক ইউপি সদস্য বাবলু মেম্বারের ওপরও আক্রমণ করে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়ে দৌড়ে প্রাণ রক্ষা করেন বাবলু। এছাড়াও একই রাতে ওই সন্ত্রাসীদের হাতে আরো একজন আহত হয়েছেন।

এদিকে আনিসুরের মৃত্যুতে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও সিংহঝলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর দেওয়ান, চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা যশোর হাসপাতালে এসে নিহতের পরিবারকে সমবেদনা জানান।

অপরদিকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, হত্যাকারী সন্ত্রাসীদের কোনো দল নেই। হত্যাকারী যেই হোক না কেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  

চৌগাছা থানার ওসির চলতি দায়িত্বে থাকা (এসআই) মেহেদী হাসান মুন্নু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App