সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩২ এএম

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার সদর উপজেলায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : শ্রমিকবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত অর্ধশতাধিক
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভোরে সদর উপজেলার বিসিক এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তিনি আরো জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে, ট্রাকচাপায় ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ওই ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।