মেহেরপুরে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্যপরিষদের নেতাদের সঙ্গে বিএনপির সভা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

মেহেরপুরে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্যপরিষদের নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা বিনিময়। ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলার শাখার নেতাদের সঙ্গে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মাধবচন্দ্র ভাস্করের সভাপতিত্বে এবং পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
আরো পড়ুন: স্বৈরাচারের দোষররা দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক সনজিৎ পাল বাপ্পি, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সুব্রত সাহা বাপ্পা, ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাসরী মোহন দাস, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্রাচার্য, পৌর পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিজয় দাস, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অপুর্ব কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক শিপন কুমার বিশ্বাসসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান, ঐক্যপরিষদের নেতারা।