×

আইন-বিচার

বেনজীর-সম্রাটসহ ১০ জনকে আসামি করে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

বেনজীর-সম্রাটসহ ১০ জনকে আসামি করে মামলা

ছবি: সংগৃহীত

   

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী গোলাম মোহাম্মদ রাব্বানী, যিনি নয়ন বাঙ্গালি নামে পরিচিত, তার ওপর হামলার অভিযোগে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক যুবলীগ নেতা সম্রাটসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে মামলাটি দায়ের করেন নয়নের মা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেসা হক। আদালত তার কথাগুলো শোনার পর শাহবাগ থানাকে এই অভিযোগ গ্রহণের নির্দেশ দেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মইনুল ইসলাম অপু।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২২ নভেম্বর ঢাকা প্রেসক্লাবে বিএনপির এক অনুষ্ঠানে নয়ন বাঙ্গালির নেতৃত্বে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছিল। তখন মৎস্য ভবনের মোড়ে পুলিশের একটি দল, যা নাসির ও সম্রাটের নেতৃত্বে ছিল, সেখানকার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়।

বর্তমানে নয়ন বাঙ্গালি চিকিৎসার জন্য বিদেশে আছেন, এবং তার পরিবারের এই ঘটনার জন্য উদ্বেগ এবং শঙ্কা রয়েছে। মামলার মধ্যে উল্লেখ করা হয়েছে, শুধু নয়নই নয়, ওই হামলায় আরো অনেক মানুষ আহত হন।

আরো পড়ুন: দুই দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

এই ঘটনা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতি প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, আবারো রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে এই মামলা। এখনো বিচারাধীন এই মামলার দিকে সবার নজর রয়েছে, এবং প্রত্যেকে বিচারের জন্য প্রার্থনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App