জামিন নাকচ: ইনু, মেনন, পলক ও মামুন জেলহাজতে, কাফি রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

জামিন আবেদন বাতিল করে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছবি : সংগৃহীত
ছাত্রজনতার আন্দোলনে গুলি বর্ষণ ও হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে তোলা হয়। এসময় জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। কিন্তু জামিন আবেদন বাতিল করে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এদিকে ভ্যানের মধ্যে ছাত্র-জনতাকে পুড়িয়ে মারার ঘটনায় সাভার থানায় করা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এ নিয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাফির আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।
আশুলিয়ার ঘটনায় কেন সাভার থানায় মামলা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এফআইআরে ঘটনাস্থলের নিকটস্থ থানা বাদ দিয়ে অন্য থানায় মামলা করার বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এ ধরনের ঘটনায় আইনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস কমে যায়।