সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন। ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মৃগাংক শেখর তালুকদার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ সেপ্টেম্বর ইমরান হাসান নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নুরুল ইসলামের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়। এরপর রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এবং ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।
আরো পড়ুন: কাজীদের হাত ধরেই হবে সামাজিক বিচার ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার
গত ২২ সেপ্টেম্বর এই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, যা শনিবার শেষ হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।