আদালতে যা বললেন সাংবাদিক মাহমুদুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

সাংবাদিক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 'অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের' মামলায় বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহাবুবুল হক। রবিবার (২৯ সেপ্টেম্বর) আদালতে শুনানি শেষে এই নির্দেশনা দেয়া হয়। এর আগে মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানিতে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমেরিকার একটি ঘটনাকে কেন্দ্র করে মাহমুদুর রহমানের নামে সাজানো মামলা করা হয়েছে। পরে তার অনুপস্থিতিতে ৭ বছরের কারাদণ্ড দেন বিচারক।
তিনি বলেন, মাহমুদুর রহমান স্বৈরাচার পতনের পর বাংলাদেশে আসছেন। আজ তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। জামিন চাননি, বরং তাকে জেলে পাঠানোর কথা বলা হয়েছে।
আইনজীবী জানান, মাহমুদুর রহমান আইনকে খুবই শ্রদ্ধা করেন এবং কখনো বাড়তি সুবিধা চাননি। তিনি আসামির প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশনা চাইলে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
মাহমুদুর রহমান বলেছেন, আমি রাজনীতির মাধ্যমে স্বৈরাচারের বিরোধিতা করিনি। আমি আমার অবস্থান থেকে করেছি। আমার হলো বুদ্ধিবৃত্তিক লড়াই।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের ১৭ অগাস্ট মাহমুদুর রহমানসহ ৫ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
আরো পড়ুন: কারাগারে গোলাম দস্তগীর গাজী
মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার হন। ২০১৬ সালের নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি লন্ডনে চলে যান। প্রায় সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটানোর পর গত শুক্রবার তিনি দেশে ফেরেন।