শেখ হাসিনা ও পুতুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৫ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করতে আবেদন করেছেন এক আইনজীবী।
গত ১৭ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এ সংক্রান্ত একটি আবেদনপত্র দুদক কার্যালয়ে জমা দেন। অভিযুক্তদের মধ্যে সাবেক অর্থ উপদেষ্টা মশিউর রহমান, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমও অন্তর্ভুক্ত রয়েছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থ উপদেষ্টা, এবং অর্থমন্ত্রীর নির্দেশে সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ১৯১ নম্বর এসআর ও প্রজ্ঞাপন জারি করে সূচনা ফাউন্ডেশনের ব্যাংকে জমা করা স্থায়ী আমানতের সুদের ওপর বার্ষিক আয়ের ১০ শতাংশ আয়কর থেকে রাষ্ট্রকে বঞ্চিত করে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মাধ্যমে ৫ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।
সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
আরো পড়ুন: আবারো গ্রেপ্তার সালমান-আনিসুল
এই মামলায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে দুদক আইনে মামলা করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।