×

আইন-বিচার

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক রিমান্ডে

সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

   

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ প্রথমে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রাজ্জাকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ১৪ অক্টোবর রাতে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়।

গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিল। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মিছিলে থাকা নিরস্ত্র ছাত্র ও সাধারণ জনগণের ওপর উসকানিমূলক বক্তব্যের কারণে গুলি চালানো হয়। এই ঘটনায় ওয়াদুদসহ বেশ কয়েকজন আহত হন। পরে ওয়াদুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়াও, ৩ অক্টোবর আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

আরো পড়ুন: হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং শেখ হাসিনার মন্ত্রিসভায় খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App