×

আইন-বিচার

সাগর-রুনি হত্যা

মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০১:১২ পিএম

মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি।

   

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার (১৬ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ পূর্ণাঙ্গ আদেশ দেন।

এর আগে গত ৩০শে সেপ্টেম্বর এই দম্পতি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে র‌্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল। মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে তখনই ছয় মাসের সময়ও বেঁধে দিয়েছিল হাইকোর্ট।

এই হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সেই শুরু হবে সেই ছয় মাসের সময়সীমা।

২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। পরে মেহেরুন রুনির ভাই নওশের রোমান একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে এই মামলা তদন্ত করছিল পুলিশ। কয়েকদিনের মাথায় তদন্তভার গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়। এরপর ২০১২ সালের ১৮ই এপ্রিল হাইকোর্ট র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব।

এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। মামলা তদন্তে র‍্যাবের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়। রবিবার মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর ওই আদেশের সংশোধন চেয়ে স্বরাষ্ট্র সচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।

আরো পড়ুন : সাগর-রুনি হত্যার এক যুগ পেরুলেও তদন্তে নেই অগ্রগতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App