×

আইন-বিচার

ফৌজদারি মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

ফৌজদারি মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

ছবি: ভোরের কাগজ

   

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ শাখা থেকে ৪ জন পুলিশ কর্মকর্তাকে ফৌজদারি মামলায় গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) একটি স্মারকে এই নির্দেশ জারি করা হয়। এতে বলা হয়, ১৫ ও ১৬ অক্টোবর তারিখে পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত দুটি স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গ্রেপ্তারের নির্দেশপ্রাপ্ত ৪ কর্মকর্তার মধ্যে অন্যতম হলেন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপ্রাপ্ত শাহেন শাহ্। তিনি ইতোপূর্বে ডিএমপির অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিসে অতিরিক্ত উপপুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। একই নির্দেশনায় গ্রেপ্তারি তালিকায় আছেন অতিরিক্ত পুলিশ সুপার  হাসান আরাফাত। তিনি এর আগে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের নির্দেশপ্রাপ্ত অন্যতম কর্মকর্তা হলেন জুয়েল রানা। তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়েছে গুলশান বিভাগের পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল ইসলামকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে, গ্রেপ্তারের পরবর্তী অগ্রগতি সম্পর্কে দ্রুত প্রতিবেদন প্রদান করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়টির তদারকি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন: ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১১০০

উল্লেখ্য, ফৌজদারি মামলায় এই ধরনের পদক্ষেপ সাধারণত উচ্চপর্যায়ের তদন্তের ভিত্তিতে নেয়া হয়, যেখানে প্রমাণিত অপরাধ বা সন্দেহভাজন কর্মকাণ্ডের জন্য কর্মকর্তাদের দায়ী করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App