সাদ্দাম, ইনানসহ ছাত্রলীগের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম

সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান
সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ চার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে এই মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন।
রবিবার (২৭ অক্টোবর) রাতে শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো দুইশো ছাত্রলীগ নেতাকর্মীকে।
আরো পড়ুন: শাহবাগ থানায় ছাত্রলীগের বিরুদ্ধে আরেক মামলা
মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।
আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।