পুলিশের ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

গ্রেপ্তারের স্বার্থে তিন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার ওপর চালানো ‘গণহত্যার’ ঘটনায় দায়ের করা মামলায় চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
চার পুলিশ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন রয়েছেন। গ্রেপ্তারের স্বার্থে অন্য তিন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
আগামী ১২ ডিসেম্বর পুলিশকে তাদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। তবে তালিকায় ডেমরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম আছে বলেও জানা গেছে।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম; আদালত তা মঞ্জুর করেছেন। চারজনের মধ্যে একজনের নাম প্রকাশ করছি। তিনি হলেন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। তিনি এখন পলাতক রয়েছেন। অপর তিনজনও যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন এবং এই ‘নৃশংসতায় জড়িত’ ছিলেন বলে জানান তিনি।
আরো পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর