×

আইন-বিচার

ওএমএস ডিলারশিপ বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত

Icon

বাবুল আকতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

ওএমএস ডিলারশিপ বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত

ছবি: সংগৃহীত

   

ওএমএস ডিলারশিপ বাতিলের আদেশ স্থগিত করেছন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সারাদেশের আগের ডিলারদের বহাল রাখার আদেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) হাটকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি ফারহানা মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরী এ আদেশ দেন। 

জানা য়ায়, নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশনের আওতায় খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমে চাল ও আটা বিক্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে স্বল্প মূল্যে অসহায় ও দরিদ্র মানুষ চাল ও আটা ক্রয় করে আসছেন। হঠাৎ করে খাদ্য মন্ত্রণালয় সব চলমান ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়ো দেয়ার সিদ্ধানত নেয়। 

এ বিষয়ে গত ৯ অক্টোবর মন্ত্রনালয়ের সরবরাহ-১ শাখার উপ-সচিব কুল প্রদীপ চাকমা স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। এই পরিবত্রে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশও দেয়া হয়। দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসক নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন আহবান করেন। যা প্রতিটি জেলায় আগ্রহী ব্যক্তিরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র জমা দেন। 

এ ঘটনায় খুলনা মহানগরের ৯৩ জন ডিলারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। খাদ্য মন্ত্রণালয়ের ওই জারিপত্রের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নেন ডিলাররা। ওএমএস  ডিলারতের পক্ষে  মো. খালিদ হোসেন ও ইমান শেখ হাইকোর্টে রিট আবেদন করেন। ১২ নভেম্বর শুনানি শেষে ওএমএস ডিলারশিপ বাতিলের আদেশ স্থগিতসহ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সারা দেশের পূর্বের ডিলারগনকে বহাল রাখার আদেশ দেন হাটকোর্টের দ্বৈত বেঞ্চের  বিচারপতি। 

এই আদেশে বলা হয়, খাদ্য মন্ত্রণালয়ের ৯ অক্টোবর ২০২৪ জারিকৃত নীতিমালা ২০২৪ এবং ৯ অক্টোবর জারিকৃত পরিপত্রে পূর্বের ওএমএস ডিলার বাতিল আদেশ আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত করা হলো। যা দেশের সব ওএমএস ডিলারদের জন্য প্রযোজ্য। এ আদেশের কপি বর্তমান ওএমএস ডিলারদের পক্ষ থেকে খাদ্য সচিব ও খাদ্য মহা পরিচালক নিকট জমা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App