চিন্ময় দাসের জামিন শুনানি পেছালো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পেছানো হয়েছে। তার পক্ষে আদালতে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির তারিখ ছিল।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বলেন, চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই।
আরো পড়ুন : যে অভিযোগে গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ দাসযে অভিযোগে গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ দাস
২৫ নভেম্বর বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে একটি মহাসমাবেশ আয়োজন করে। এই মঞ্চের মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। মহাসমাবেশের পর ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে বিএনপি ফিরোজ খানকে বহিষ্কার করে।
কোতোয়ালি থানার মামলায় চিন্ময়সহ মোট ১৯ জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশসহ অন্যান্যরা।