মাফলারে মুখ ঢাকলেন গাজী, হাসলেন শাজাহান-ইনু-মেনন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
হত্যা-গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদসহ ১৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। (মঙ্গলবার) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। শুনানি ও আদালতের কার্যক্রম শেষে দুপুরে আবারো কারাগারে পাঠানো হয়।
এ সময় বিমর্ষ দেখা যায়, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। তবে বেশ হাসিখুশি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সরেজমিনে দেখা যায়, প্রথমে গোলাম দস্তগীর গাজীকে প্রিজনভ্যানে তোলা হয়। তিনি বিষণ্নভাবে প্রিজনভ্যানের দিকে এগিয়ে যান। মাফলার দিয়ে মাথা ও মুখ ঢেকে রাখেন তিনি। দুই পাশ থেকে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা গাজীকে ক্যামেরার দিকে তাকানোর জন্য ডাকলেও তিনি সাড়া দেননি।
এদিকে ট্রাইব্যুনাল থেকে বের করে শাজাহান খানকে দুই পুলিশ সদস্য নিয়ে যান প্রিজনভ্যানের সামনে। প্রিজনভ্যানে হেঁটে যাওয়ার সময় শাজাহান খান তার ডান পাশে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে উচ্চস্বরে হাসাহাসি করে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রশ্ন করেন, শাজাহান ভাই কেমন আছেন? জবাবে তিনি তাদের সালাম দেন এবং ভালো আছেন বলে হাসতে হাসতে প্রিজনভ্যানে উঠে যান।
ইনু ও মেনন- দুজনই পুলিশের সঙ্গে হাসতে হাসতে প্রিজনভ্যানের দিকে এগিয়ে যান। সামনে ছিলেন ইনু আর পেছনে মেনন। এ সময় ইনু ‘সবাইকে বিজয়ের শুভেচ্ছা’ জানান।এর পরই প্রিজনভ্যানে ওঠেন মেনন। এ সময় তিনি কেমন আছেন- সাংবাদিকরা জানতে চাইলে ‘ভালো আছি’ বলে উত্তর দেন মেনন।
তবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিষণ্ন মুখে দ্রুত প্রিজনভ্যানে ওঠে যান।