ফের গ্রেপ্তার আনিসুল-ইনু-মেনন-সালমান-মামুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ এএম

ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।
এছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে, পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিভিন্ন মামলায় জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টাসহ ১১ জনকে আদালতে তোলা হয়।
আরো পড়ুন : শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন