কারাগারে অসুস্থ চার আওয়ামী লীগ নেতার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

ছবি : সংগৃহীত
বগুড়া জেলা প্রশাসন কারাগারে আটক চারজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে। মৃত নেতাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাগারে চিকিৎসাজনিত অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে তাদের মৃত্যু হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা যান চারজন আওয়ামী লীগ নেতা। তারা হলেন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ আব্দুল লতিফ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মতিন মিঠু।
এদিকে, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বগুড়া জেলার ১২টি থানায় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা করা হয়। গ্রেপ্তার এড়াতে অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। গত তিন মাসে গ্রেপ্তার হন অর্ধশতাধিক নেতাকর্মী।
মৃত নেতাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয়নি এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়নি, যার ফলে তাদের মৃত্যু হয়েছে।
তবে বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ দাবি করেছেন, যারা মারা গেছেন, তারা বয়স্ক ছিলেন এবং কারাগারে আসার আগেই তারা অসুস্থ ছিলেন। কারাগারে তাদের প্রতি কোনো অবহেলা হয়নি, এবং কারাগারের পরিবেশ আগের তুলনায় অনেক ভালো।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানিয়েছেন, কারাগারে চারজনের মৃত্যুর সঠিক কারণ আমি জানি না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে এক মাসে চারজন কারাবন্দীর মৃত্যু হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে আসামিদের মৃত্যু হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।