আদালতে সাবেক এমপি সালাম মুর্শেদীকে ডিম নিক্ষেপ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে তোলা হয়। ছবি: সংগৃহীত
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য ছিল। পরে দুপুর পৌনে ১২টার দিকে তাকে জেলা কারাগার থেকে আদালতে নেয়া হলে আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
আইনজীবীরা জানান, আদালত থেকে সালাম মুর্শেদীকে কারাগারে নেয়ার সময় আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে। পরে তাকে আবারও কড়া নিরাপত্তা প্রহরায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া ফেরিঘাটে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দিঘলিয়া থানায় এই মামলাটি করা হয়েছিল। গত ২৭ আগস্ট বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে সালাম মুর্শেদীসহ ৬৮ জনকে আসামি করে মামলাটি করেন। আগামী ৯ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।