×

আইন-বিচার

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর রিমান্ড, আদালতে হট্টগোল-ডিম নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ পিএম

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর রিমান্ড, আদালতে হট্টগোল-ডিম নিক্ষেপ

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও জামায়াত নেতা আব্দুর জাব্বার হত্যা মামলায় মেহেরপুরের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দিয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক মানস রঞ্জন দাস এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে ফরহাদ হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা সরফরাজ হোসেন মৃদুল এবং ভগ্নিপতি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকেও পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন বিচারক।

এর আগে ওই দুই মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।

এসময় আসামিরা পুলিশের দেয়া হেলমেট, হাতকড়া এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল।

রিমান্ডের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন, কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

অন্যদিকে রিমান্ড আবেদনের বিপক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন আওয়ামীপন্থী আইনজীবী ইব্রাহিম শাহিন, আব্দুল মতিন, ইয়ারুল ইসলাম।

এ সময় শুনানিতে রিমান্ডের পক্ষে-বিপক্ষে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিএনপি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবিদের মধ্যে আদালতের ভিতরেই তুমুল হট্টোগোলের সৃষ্টি হয়।

পরে আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সন্ত্রাস দমন আইনের (জিআর ২৭৭/২৪) মামলায় তিন দিনের এবং জামায়াত নেতা আব্দুর জাব্বার হত্যা (জিআর ২৬৩/২৪) মামলায় দুই দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ড গ্রহণের আদেশ দেন।

আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

এদিকে আদালতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের রিমান্ড শুনানি চলাকালীন কক্ষের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র ও ছাত্রদলের কর্মীরা বিক্ষোভ করেন।

পরে কড়া পুলিশ প্রহরায় আসামিদের আদালত থেকে থানা হাজতে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় সাবেক মন্ত্রীকে ‘ভুয়া ভুয়া’ এবং ‘ফাঁসি চাই’ শ্লোগান দিয়ে ডিম এবং ইটপাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা।

আদালত পুলিশের পরিদর্শক মানস রঞ্জন দাস বলেন, বিক্ষোভকারীরা আদালতের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে আসামিদের গাড়িবহর আটকে যায়।

পরে দুপুর সাড়ে ৩টার দিকে ফটক খুলে দিলে সাবেক মন্ত্রীসহ আসামিদের বহনকারী গাড়িবহর বিকেল ৪টার দিকে মেহেরপুর সদর থানায় পৌঁছায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App