×

লাইফ স্টাইল

গরমে ঝুঁকিতে কিডনি, যে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

গরমে ঝুঁকিতে কিডনি, যে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

ছবি: সংগৃহীত

   

গরমে ঘাম বেশি হয়। কড়া রোদের তাপে সব সময়েই গলা যেন শুকিয়ে কাঠ। তৃষ্ণা মেটাতে বা শরীরের আর্দ্রতা বজায় রাখতে তাই পানি বা তরল জিনিসেই ভরসা রাখতে হচ্ছে। বেশি পানি খেলে তো কিডনি ভাল থাকার কথা। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই তাপপ্রবাহের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় কিডনি।

তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরেও নানা রকম পরিবর্তন হতে থাকে। সোডিয়াম, পটাশিয়াম, ইলেক্ট্রোলাইট এবং বিভিন্ন অ্যাসিডের ভারসাম্যে গোলমাল হলে, তার প্রভাব পড়ে কিডনির উপরে। শরীরে পানির ঘাটতি হলে যেমন কিডনির উপর চাপ পড়ে, তেমন অতিরিক্ত পানি খেলেও কিন্তু কিডনি বিগড়ে যেতে পারে।

আরো পড়ুন: বিছানায় শুলেই আসবে ঘুম, জেনে নিন কৌশল

পানি খেতে হবে, কিন্তু কে কতটুকু পানি খাবেন, তা জানতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্রনিক অসুখ না থাকলে সুস্থ ব্যক্তিকে সাধারণত দিনে আড়াই থেকে তিন লিটার পানি খেতে বলেন চিকিৎসকেরা। এ ছাড়াও, গরমে কিডনি ভাল রাখতে গেলে আর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? চলুন জেনে নেই-

আরো পড়ুন: পুদিনা পাতায় সারবে যত রোগ

১) শরীরে ডিহাইড্রেশনের মাত্রা বাড়িয়ে দেয় এমন পানীয়, যেমন চা, কফি, মদ গরমে খুব বেশি না খাওয়াই ভাল।

২) গরমে কষ্ট হলেও নিয়মিত শরীরচর্চা করতে হবে। দেহের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, ওজন বাড়লে কিডনির রোগের ঝুঁকিও বাড়ে।

৩) প্রক্রিয়াজাত খাবারে লবাণের মাত্রা খুব বেশি থাকে, লবন কিডনির খুব ভাল বন্ধু নয়। তাই কিডনি ভাল রাখতে হলে ফ্রোজেন সসেজ, হ্যাম, নাগেট্‌স, টিকিয়া, কবাব খাওয়া বন্ধ করুন। খাবারেও লবণের ব্যবহার করুন বুঝেশুনে অল্প মাত্রায়।

আরো পড়ুন: এসি থেকে যে শব্দ ও গন্ধ বেরোলেই বুঝবেন বিপদ

৪) রাতে অন্ততপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করুন। ঘুম ভাল না হলে তার প্রভাবও কিডনির উপরেই পরে।

৫) উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।

সাধারণ ভাবে সকলকে পর্যাপ্ত পানি খেতে বললেও যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাপ বুঝে পানি খেতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App