শিল্পকলায় মঞ্চায়ন হলো আরণ্যকের ‘রাঢ়াং’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:২৬ পিএম

বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত ‘রাঢ়াং’ নাটকের একটি দৃশ্য। ছবি: ভোরের কাগজ
আরণ্যক নাট্যদল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির দর্শকনন্দিত প্রযোজনার নাটক ‘রাঢ়াং’। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।
সাঁওতালদের যাপিত জীবনের দুঃখ-কষ্ট নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, জয়রাজ, শামীমা শওকত লাভলী,জয়রাজ, আ খ ম হাসান, শামীম জামান, হাশিম মাসুদ, ছবি, সাজ্জাদ সাজু ঊর্মি, দীপা, সোহাগ, সাঈদ সুমন, আরিফ হোসেন আপেল, বাপ্পাদিত্য চৌধুরী, রুহুল আমীনসহ অন্যরা।
একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাতিঘর প্রযোজিত নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’।