×

সাহিত্য

জঙ্গিবাদ রুখে দেবেন চারুশিল্পীরা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৯:৩৬ পিএম

https://www.youtube.com/watch?v=7VJMJXYxSd4
   
শিল্পপ্রেমীদের উদ্বুদ্ধ করতে ও দেশ-সমাজে শিল্পের আলো ছড়িয়ে দিতে শিল্পকলা একাডেমিতে রবিবার (২৮ মে) সন্ধ্যায় শুরু হয়েছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। [caption id="attachment_434593" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] এসময় চারুশিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিল্পীদের এমনভাবে উঠে দাঁড়াতে হবে যাতে তাদের শিল্পকর্ম সমাজে আলো ছড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে তাদের শিল্পকর্ম যেন জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ ও বরেণ্য শিল্পী হাশেম খান, শিল্পী মনিরুল ইসলামসহ শিল্প ব্যক্তিত্বরা। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। ধন্যবাদ দেন শিল্পকলা একাডেমীর সচিব সালাউদ্দিন আহম্মদ। [caption id="attachment_434595" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] শিল্প প্রদর্শনীর আয়োজনে অর্থসহায়তার বিষয় উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, শিল্পের আলোর ছড়িয়ে দিতে শিল্প প্রদর্শনীর যেসব আয়োজন করা হয় তার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ অনেক সময় কম থাকে। জাতীয় চারুকলা প্রদর্শনীতে ১১টি মাধ্যমে নির্বাচিত ২৬১ জন শিল্পীর ৩০১টি শিল্পকর্ম প্রদর্শন হচ্ছে। মাধ্যমগুলি যথাক্রমে চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, মৃৎশিল্প, কারুশিল্প, গ্রাফিক ডিজাইন, স্থাপনা শিল্প, নিউ মিডিয়া আর্ট, পারফরমেন্স আর্ট। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭টি গ্যালারিতে গতকাল রবিবার থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App