নিউইয়র্কে প্রবাসীদের প্রশংসায় ‘হাছন জানের রাজা’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম

বাংলা লোকসংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র মরমী সাধক হাসন রাজার জীবনকাহিনীর আলোকে নাট্যকার শাকুর মজিদ রচিত ‘হাছন জানের রাজা’ মঞ্চস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। রবিবার (১ অক্টোবর) জামাইকায় প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসার মধ্যদিয়ে নাটকটি মঞ্চস্থ হয়।
জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শেখ মাওলা মিলনের পরিচালনা/নির্দেশনায় নাটকটি পরিবেশন করে ওয়াশিংটন ডিসিভিত্তিক প্রগতিশীল ও লোকজ ধারার একনিষ্ঠ সাংস্কৃতিক চর্চার কেন্দ্র ‘একতারা’।
মঞ্চায়নে সার্বিক সহযোগিতা প্রদানকারী বিএনপি নেতা ও মূলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলা সাংস্কৃতিক অঙ্গনে হাসন রাজার যে অবদান তা যতদিন বাংলাদেশ টিকে থাকবে, বাঙালির পদচারণা থাকবে, ততদিন তা টিকে থাকবে। সে কারণে আজকের এই শুভক্ষণে আমি মরমী সাধক হাসন রাজাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর পরম মমতায়। এমন এক ব্যক্তিত্বকে নিয়ে ‘একতারা’র এ আয়োজনে যারা নিরলসভাবে শ্রম দিয়েছেন, অভিনয় করছেন, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি।
‘হাছন জানের রাজা’ নাটকটিকে দর্শকের হৃদয়ের গভীরে নিয়ে যেতে মঞ্চে অংশগ্রহণকারীরা বিশেষ ভূমিকা রেখেছিলেন। কাহিনীর সঙ্গে নৃত্য-গীত-সংলাপের সংমিশ্রণ অভিনেতা ও নৃত্য শিল্পীদের মুগ্ধ করেছিলো। নাটকটিতে অভিনয় করেছেন, শামীম চৌধুরী, আরিফুর রহমান স্বপন, মো. রহমতুল্লাহ, মীর দোজা, তিলক কুমার কর, হাসনাত সানী, আবুবকর সরকার, ছোটন বড়–য়া, আফরিন ফেন্সী, আনিকা বড়–য়া, শর্মিষ্ঠা চৌধুরী, ফাহমিদা হোসাইন, মোহাম্মদ আনোয়ার জামান, আহনাফুর রহমান, প্রজ্ঞা আহমেদ, সম্পদ পেরেরা, মুক্তা মেবেল রোজারিয়ো। হাছন রাজার চরিত্রে অভিনয় করেন শেখ মাওলা মিলন । নৃত্যে ছিলেন পিটার, মেহেক, মেঘা, ঈশাল, সুকন্যা, এ্যামিলি।