বুক রিভিউ দিয়ে ল্যাপটপ ও বই পেলেন ১৬ জন বিজয়ী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

এক জীবনের বাইরেও যে অসংখ্য জীবন আছে, চেনা জগতের বাইরেও আছে অচেনা জগত, তা জানার অবারিত সুযোগ তৈরি করে বই। এভাবে অসংখ্য জীবন জানার মধ্য দিয়ে মানুষের মনে গড়ে ওঠে সম্প্রীতি, পরমতসহিষ্ণুতা আর মানবিকতাবোধ। অস্থির আর ক্ষয়িষ্ণু এই সময়ে যার প্রয়োজনীয়তা আমাদের জাতীয় জীবনে অনস্বীকার্য। ফলে সকল স্তরে বই পড়ার অভ্যাস বৃদ্ধির কোনো বিকল্প নেই।
দেশের শীর্ষস্থানীয় দুই প্রকাশনা সংস্থা অন্বেষা এবং শিখা আয়োজিত এক বুক রিভিউ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের অতিথিরা এসব কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক এবং কানাডার সিবিসি টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান।
বই পড়ুন ল্যাপটপ জিতুন শিরোনামের এই আয়োজনের সমাাপনীতে আরও বক্তৃতা করেন লেখক চঞ্চল শাহরিয়ার, রাসেল রায়হান, কিঙ্কর আহসান, সাংবাদিক মোহাম্মদ আবুবকর সিদ্দিক, অন্বেষার প্রকাশন শাহাদাত হোসেন, শিখার প্রকাশক কাজী নাফিস, অনলাইনে বই পড়ুয়াদের সংগঠন বইবৃক্ষের প্রতিষ্ঠাতা রমজান আলী ইমন, ইমরানের গল্পকথা গ্রুপের প্রতিষ্ঠাতা আরাফাত আহমেদ রিফাত প্রমুখ।
সারা দেশের প্রায় দেড় শতাধিক প্রতিযোগির মধ্যে সেরা তিনজন পুরস্কার হিসেবে পেয়েছেন ল্যাপটপ। বাকিরা পেয়েছেন প্রায় ১ লক্ষ টাকা মূল্যের বই।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে মাহিয়া আক্তার, বিনিয়ামীন পিয়াস এবং মো. সাইফুল্লাহ সাইফ।
এছাড়াও সেরা পনের বিজয়ীর বাকিরা হলেন রূপন্তী শাহরিন, মো. শরিফুল ইসলাম, মোহাম্মদ আমজাদ, সৈয়দ রেজওয়ান সিদ্দিক, মুহাম্মাদ নাহিদুল ইসলাম, ফাতেমা ইসমাইল কেয়া, ডা. আবু হেনা মোস্তফা ফরহাদ, হিমাদ্রি শর্মা, রফিকুজ্জামান আকিব, নিশাত কাদের, তাসলিমা আক্তার অনন্যা এবং যুগ্মভাবে জিহাদ মুনতাছির সাইম ও শাহিনুর আক্তার।
আয়োজনে গল্প আড্ডা এবং গানে ভিন্নমাত্রা যোগ করেন সংগীত শিল্পী প্রীতম আহমেদ এবং শুভেন্দু দাস শুভ। প্রতিযোগিতার উপহার সহযোগি ছিল রকমারি ডটকম।