মোহাম্মাদ জাকারিয়ার বসন্ত ও ভালোবাসার দুই কবিতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম

মোহাম্মাদ জাকারিয়ার বসন্ত ও ভালোবাসার দুই কবিতা
১. ভালোবাসা
শাদা কাগজে দিলাম চিরকুট তোমায়
ইচ্ছে হলে ফেলে দিয়ো, না হয় সযত্নে তুলে রেখ
আমার রঙিন শার্টের কলার হয়ে গলা জড়িয়ে থেকো।
পদ্মফুল পানিতে খায় পানিতে ঘুমায়
পাপড়ি মেলে সৌরভ বিলায়
টুপ করে খসে পড়ে পানিতে—
চিরকাল গাছে থাকে না
পদ্মফুল পানিতে ফোটে
কিন্তু;
গায়ে কখনও পানি রাখে না।
তুমি আমার খেয়ে, আমার পরে বেঁচে থেকো
পাপড়ি মেলে সৌরভ বিলিয়ো
মিশে যেও মাটিতে—মানুষ চিরকাল বাঁচে না।
ভালোবাসা, ইচ্ছে হলে নিয়ো, না হয় ফেলে দিয়ো
তাতে ভালোবাসার কিছু যায়-আসে না।
ভালোবাসা—
বারোমাসি ফলের মতো চিরকাল গাছে ধরে না।
২. আমি যদি তুমি হতাম
আমি যদি তুমি হতাম
তবে;
কোকিল ডাকে বলে বসন্ত আসে,
না কি, বসন্ত আসে বলে কোকিল ডাকে—এ বিতর্কে জড়াতাম না।
আমি যদি তুমি হতাম
তবে;
কী জানি কীসের লাগি প্রাণ করে হায় হায়—
অতি সহজেই বুঝে যেতাম।
আমি যদি তুমি হতাম
তবে,
অন্ধকারে বন্ধ ঘরে
এক ফোঁটা জল
দু'হাত পেতে নিতাম।
মনে পড়ে বন্ধু, মনে রয়
ফাগুনের মাতাল হাওয়া খেলছে পাতায়
বিজনে শুনেছি তোমার মনের কুহুকুহু ডাক
এক নিরালায়, বটেরও ছায়ায়।
মনে পড়ে—হে বন্ধু হে প্রিয়
এই বসন্তে যে-গাছটা ফুল ফোটাতে পারেনি,
সে-গাছটাকে ক্ষমা করে দিয়ো।