স্বল্প সময়ের গল্প
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:৫৭ এএম

স্বল্প সময়ের গল্প
সারাদিনের কাজকর্ম সব কিছু সেরে,
মন চায় ঘুরে আসি সাগর পাড় দিয়ে।
বাড়ি আমার সাগরের খুব কাছে তাই,
যখন খুশি মন চায় সেথা চলে যাই।
মে মাসে মরা গাছ তাজা হয়ে উঠেছে,
ড্যাফোডিল ফুলগুলো চমৎকার ফুটেছে।
বউ আমার সাথে আজ হাত ধরে হাঁটছে,
মাঝে মাঝে থেমে সে ফুলগুলো ধরছে।
সোহাগে আদরে কত কথা বলছে।
বলছে হঠাৎ সেদিন সে আমাকে,
নিখিলের এত রূপ এত শোভা দেখিতে!
চলে যাবার আগে আর একটু আমার সাথে থাকো,
সাগরের তীরে বসে সূর্যের অবর্ণিত ঝলক দেখো।
বহুদিন ধরে দেখি না তোমার স্মৃতির হাসি,
আজ মন খুলে বল সেই সুখের স্মৃতির গল্প।
তুমি এসেছো আমার জীবনে,
সূর্যের প্রথম ঝলকের মতো।
আমার হৃদয়ে ছুটে চলা অস্থির অশান্তি,
যা মনের গভীরে ঝর্ণার মত ঝরছে।
ঠিক তেমন একটি সময় বসেছ তুমি আমার পাশে।
অবাক হয়ে দেখছে সে আমার মুখের প্রতিচ্ছবি;
একটু ভালোবাসার স্পর্শ এনে দাও আমার জীবনে,
অজানা পথে চলে যেতে চাই আমি তোমার সাথে।
ড্যাফোডিল ফুলগুলো তো ঝরে যাবে কয়েকদিন পরে,
পাতাগুলো ঝরে যাবে শরত এলে।
তুমি আমি চলে যাব কখন কে জানে!
আবেগের ছলে সে বলিল এসব কথা
শুনিবার পরে মোর লাগিল মনে ব্যথা।
চলে তো যেতে হবে জানি তা সবাই
তারপরও কেন মন যেতে নাহি চায়!
রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]