×

সাহিত্য

প্রবাসের কবিতা: কী পেলাম?

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৯:১৮ পিএম

প্রবাসের কবিতা: কী পেলাম?

প্রবাস থেকে রহমান মৃধা লিখেছেন- কী পেলাম?

   

কোন দেশে ভোরের আলো, 

কোন দেশে সন্ধ্যা, 

কোথায় খুঁজে পাই আমি 

স্বপ্নের মন্দ্রা।

ভূ-রাজনীতির টানাপড়েন, 

সংঘাতের ধ্বনি, 

কেন এত সংঘর্ষ, 

কেন এত গনি?

সীমান্তের এপারে কাঁটাতার, 

ওপারে কান্না, 

প্রকৃতির এই রূপে 

কেন নেই সান্ত্বনা?

সংঘর্ষে ভাঙে হৃদয়, 

স্বপ্ন হয় চূর্ণ, 

কে দেবে উত্তর তার 

কেমন এই সূর্য?

অর্থের খেলায় হারিয়ে যায়, 

মানবতার গান, 

তবুও খুঁজি শান্তির পথ, 

হৃদয়ে অবিরাম।

কী পেলাম এই টানাপড়েনে, 

কোনটা সুখ, কোনটা দুখ? 

মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, 

জীবনে কেন আসে এত দুখ?

তবুও আশার আলো খুঁজি, 

খুঁজি ভালোবাসা, 

একদিন হয়তো মিলবে মোদের, 

শান্তির প্রতীক্ষা।

ততদিন চলবে এই পথ, 

সংঘাতের পথে, 

তবুও খুঁজিব মানবতা, 

প্রকৃতির মধুর মোহে।

এত কিছুর পরে আমি 

যা কিছু পেয়েছি জীবনে, 

কৃতজ্ঞ হয়ে আমি স্মরণ করি। 

আসুক না সন্ধ্যা, ঘন কালো মেঘ, 

অটুট থাকিব আমি বিবেকের কাছে, 

কেহ মোরে পারিবে না ভুল পথে নিতে।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App