×

সাহিত্য

প্রবাসের কবিতা: নিঃশব্দ প্রহর

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৭:২৭ পিএম

প্রবাসের কবিতা: নিঃশব্দ প্রহর

নিঃশব্দ প্রহর লিখেছেন রহমান মৃধা

   

নিঃশব্দ প্রহরে, 

নীলিমার আকাশে, 

তারার মেলা বসে, 

জোছনায় ভাসে। 

চাঁদের আলো মেখে, 

নদী স্রোতে নাচে, 

দূরের বাঁশিতে, 

সুরের মিষ্টি বাজে।

শীতল হাওয়ায়, 

ঝরা পাতা খেলা, 

প্রকৃতির বুকে, 

গোপন স্বপ্ন মেলা। 

বৃক্ষের ছায়ায়, 

শান্তির নীড় খোঁজা, 

মন হারিয়ে যায়, 

অজানা এক ভ্রমণে।

কাঁচা ঘাসের গন্ধ, 

মাটির সোঁদা মায়া, 

তুমুল বৃষ্টির পর, 

রামধনুর রঙে রাঙা। 

চুপিসারে আসে, 

স্মৃতির সোনালি দিন, 

নিঃশব্দ প্রহরে, 

মন ভরে সুরের বীণ।

অন্ধকার কাটিয়ে, 

আসবে নতুন সকাল, 

আলোয় ভরে যাবে, 

জীবন হবে নন্দনাল।

এই তো জীবনের, 

মিষ্টি মধুর লীলা, 

নিঃশব্দ প্রহরে, 

হারিয়ে যাওয়া মেলা। 

নিঃশব্দ প্রহরে, 

জাগুক নতুন আশা, 

সকল বাধা পেরিয়ে, 

ফুটুক স্বপ্নের ভাষা।

সে ভাষা যেন নতুন প্রেমের ছোঁয়া, 

জীবনে আনে সুখের নতুন আলিঙ্গন, 

প্রেমের পরশে ফুটুক হৃদয়দ্বারে ফুল, 

হৃদয়ের গানে বাজুক প্রেমের নূতন সুর।

নিঃশব্দ প্রহরে, 

যখন হাতে রাখবে হাত, 

আকাশে জ্বলবে তারা, 

ভালোবাসার প্রহর। 

নদীর বুকে স্রোতের মতো, 

একসাথে বয়ে চলা, 

নিঃশব্দ প্রহরে, 

জীবনের নবীন উচ্ছ্বাসে মেলা।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App