চুলের হাল ফেরাতে কোনটি সেরা, অ্যালোভেরা নাকি আমলকী?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম

ছবি : সংগৃহীত
চুলের সৌন্দর্য বাড়াতে তুলনা নেই নানা ঘরোয়া উপাদানের। অনেকেই এখন নানা ঘরোয়া উপায়েই চুলের হাল ফেরাতে চান। আর সেই তালিকায় রয়েছে আমলকী, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদান। পুষ্টিগুণে ভরপুর এই দুই উপাদানই। কিন্তু আপনার চুলের জন্য কোনটা সেরা, তা জানাও জরুরি। তবেই এসব ভেষজের গুণে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল পাবেন আপনি। তাই দেরি না করে ঝটপট জেনে নিন। তারপর চুলের যত্নে কাজে লাগান উপযুক্ত উপাদানই।
অ্যালোভেরার গুণাগুণ
নানা ভিটামিন ও খনিজে ঠাসা অ্যালোভেরা। এতে ভরে ভরে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং বি১২। এর পাশাপাশি এতে হদিশ মেলে ফলিক অ্যাসিড, বিটা-ক্যারোটিনেরও। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের হদিশ মেলে অ্যালোভেরাতে। তাই এই ভেষজের ছোঁয়াতে পুষ্টি পায় হেয়ার ফলিকল। স্ক্যাল্পের স্বাস্থ্য থাকে ভালো। এর কারণে বন্ধ হয় চুল পড়ার সমস্যা। নতুন চুলও গজায় টাকে।
গুণে ভরপুর আমলকীও
আমলকীতে ভিটামিন সি রয়েছে ভরে ভরে। এছাড়াও এতে হদিশ মেলে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্টের। এই ছোট্ট ফলে উপস্থিত ভিটামিন সি কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। ফলে শক্ত হয় চুলের গোড়া। এদিকে আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি আটকে দেয়। বন্ধ হয় চুল পড়ার সমস্যা।
চুলের ময়শ্চারাইজেশন
ঘাম, ধুলো-বালিতে চুল হয়েছে রুক্ষ? তাহলে বন্ধুত্ব পাতান অ্যালোভেরা জেলের সঙ্গেই। এতে পানির পরিমাণ অনেক বেশি থাকে। তাই চুলের জন্য প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে এই ভেষজ। চুল রুক্ষ হলে আপনি সরাসরি অ্যালোভেরা জেলই চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারেন। আবার চুলের আর্দ্রতা ফেরাতে নারকেল তেল বা মধুর সঙ্গেই এই জেল মিশিয়ে মাখতে পারেন। তাতেই নিমেষে চুল হবে রেশমের মতো কোমল।
এক্ষেত্রেও পিছিয়ে নেই আমলকী। চুলের প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে এই প্রাকৃতিক উপাদান। মখমলের মতো চুল পেতে হলে আমলকীর তেল দিয়েই মালিশ সারতে পারেন। এতে চুলের শাইন তো বাড়বেই। সঙ্গে ঝাঁটার মতো চুল হবে রেশমের মতো।
স্ক্যাল্পের স্বাস্থ্য
স্ক্যাল্পের প্রাকৃতিক পিএইচ ব্যালেন্স ঠিক রাখে অ্যালোভেরা। ফলে স্ক্যাল্পে তেলের উৎপাদনও থাকে নিয়ন্ত্রণে। হেয়ার ফলিকলও থাকে পরিষ্কার। তাতে সামগ্রিক ভাবে স্ক্যাল্পের স্বাস্থ্য ঠিক থাকে। এছাড়়া অ্যালোভেরার অ্যান্টিইনফ্লেমেটরি ধর্ম স্ক্যাল্পের প্রদাহ কমাতেও সাহায্য করে। মুক্তি দেয় খুশকির হাত থেকে।
এদিকে স্বাস্থ্যোজ্জ্বল স্ক্যাল্প পেতে জুড়ি নেই আমলকীর রসেরও। এর অ্যান্টিমাইক্রোবিয়াল ধর্ম প্রদাহ কমায়। এর ছোঁয়ায় কমে খুশকিও।
কোনটা বেশি উপকারী?
অ্যালোভেরা নাকি আমলকী? কোন প্রাকৃতিক উপাদান দিয়ে তাহলে চুলের হাল ফেরাবেন? এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার চুলের প্রয়োজনের উপর। যদি নিমেষে চুল হাইড্রেট করতে হয়, তাহলে অ্যালোভেরা জেলই কাজে লাগান। এর হাইড্রেটিং ধর্ম নিমেষে চুলের ভোল বদলে দেবে।
এদিকে ঘন-লম্বা চুল চান? তাহলে নিয়ম করে আমলকীর রস লাগাতে পারেন স্ক্যাল্পে। তাতেই চুলের গোড়া মজবুত হবে। এতে হেয়ার ফল কমবে। আর নতুন চুলও গজাবে। আর স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখার জন্য দুইয়েরই সাহায্য নিতে পারেন।
আরো পড়ুন : স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে খাদ্যতালিকায় যা রাখবেন