প্রধান উপদেষ্টাকে সিজেএ-র আহ্বান
শ্যামল দত্তসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ সব সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে জোরালো আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন (সিজেএ)। শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লিখিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। সংগঠনের প্যাডে ইংরেজিতে লিখিত চিঠিটি বাংলায় অনুবাদ করে হুবহু তুলে ধরা হলো।
প্রিয় ড. ইউনূস
দেশের বিরাজমান পরিস্থিতিতে কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশন সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, তাদের ও দেশের গণমাধ্যমগুলোর অফিসে কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আপনার প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। সম্প্রতি সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় মারাত্মকভাবে হামলার শিকার হয়েছেন এবং তাদেরকে ভয়ভীতিও দেখানো হয়।
একটি সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, যা আাইন দ্বারা সহিংস কর্মকাণ্ড ও ভয়ভীতি থেকে মুক্ত থাকবে।
এ সপ্তাহের শুরুর দিকে সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দুর্বৃত্তরা বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও অন্যান্য গণমাধ্যমের অফিসে জোরপূর্বক প্রবেশ করে সহিংস হামলা চালায় ও ব্যাপক তছনছ করে। যার মধ্যে রয়েছে দেশের প্রথম সারির গণমাধ্যম ও কালচারাল টেলিভিশন চ্যানেল যেমন- একাত্তর টিভি, সময় টিভি, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, এশিয়ান টিভি, বিজয় টিভি এবং গান বাংলা।
অনেক সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে এবং তাদের পেশাগত দায়িত্ব পালন বাধাগ্রস্ত হয়।
কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের (এনপিসি) সাধারণ সম্পাদক শ্যমল দত্ত নিজেও এসব সহিংস হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। হামলাকারীরা জাতীয় প্রেস ক্লাব কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তারা শ্যামল দত্তের সংবাদপত্র অফিসেও হামলা চালায়, তবে তিনি ওই হামলা থেকে রক্ষা পান। কিন্তু এটা অনুধাবনযোগ্য যে শ্যামল দত্ত তার নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কিত।
এসব হামলার পরিণামে শ্যামল দত্ত ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে অভিভাসন কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। কর্তৃপক্ষ তাকে জানায় যে, অন্যান্যদের সঙ্গে তার নামও একটি তালিকায় আছে যাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
আরো পড়ুন: সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু
এসব বিষয়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সকল সাংবাদিক যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ও সব ধরনের সহিংস হামলা থেকে সুরক্ষা পায় তা নিশ্চিত করার জন্য অপনার প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি।