সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, যে বিবৃতি দিলো সম্পাদক পরিষদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। তাদের মতে, এই ধরনের ঢালাও অভিযোগ ও মামলা আইনের অপব্যবহার এবং স্বাধীন সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সম্পাদক পরিষদ জানায়, যদি কোনো সাংবাদিক অপরাধে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু শুধু অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা করা, আইনের যথাযথ প্রয়োগ নয়। এতে সরকার যে স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি দিয়েছে, সেটিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
পরিষদ আরো উল্লেখ করেছে, বিগত সরকারের আমলে ডিএসএ ও সিএসএ আইনের অপপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। বর্তমানে সাংবাদিকদের নামে যেভাবে ক্রমাগত হত্যা মামলা দেয়া হচ্ছে, তা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর হতে পারে।
বিবৃতিতে সম্পাদক পরিষদ আরো বলেছে, সাংবাদিকদের মধ্যে যারা নৈতিকতা বিবর্জিত ও পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত।
আরো পড়ুন: মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র
সম্পাদক পরিষদ এই ধরনের মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে নির্দোষ সাংবাদিকদের দ্রুত অব্যাহতি দেয়ার আহ্বান জানিয়েছে। তারা মনে করে, এমন পদক্ষেপ নেয়া হলে সাংবাদিক সমাজ এবং সরকারের মধ্যকার আস্থা ফিরে আসবে।