সাংবাদিক সুমন মাহমুদের মাকে দেখতে হাসপাতালে বিএনপির সিনিয়র নেতারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজনৈতিক বিটে সিনিয়র সাংবাাদিক ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনা আরা হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। রবিবার ( ১৩ অক্টোবর) বিকাল সাড়ে পাচটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন হোসনা আরার স্বাস্থ্যের খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুমন মাহমুদের মা বাধ্যর্ক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা চলছে সুমন মাহমুদের মায়ের। হাসপাতালে আমির খসরু মাহমুদ চৌধুরী সুমন মাহমুদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিভিন্ন খোঁজ খবর নেন। ডা. জাহিদ হোসেন সুমন মাহমুদের মায়ের ম্বাস্থ্যের খোঁজ খবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলোচনা করেন।
এর আগে, অস্ট্রেলিয়া সফরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোনে সুমন মাহমুদের সঙ্গে তার মায়ের বিস্তারিত খোঁজ খবর নেন। বিএনপির সিনিয়র নেতারা প্রায় পয়তাল্লিশ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন। এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।