সাংবাদিক বাবুল আক্তারের মা’য়ের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

ছবি : সংগৃহীত
খুলনা টিভি রিপোর্টস ইউনিটির সভাপতি, বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি ও দৈনিক ভোরের কাগজের খুলনা বিভাগীয় প্রধান বাবুল আক্তারের মা জামিলা খাতুনের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে খালিশপুর ক্রিসেন্ট বাজার নিজস্ব বাসভবনে কোরআনখানি অনুষ্ঠিত হবে। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামনা করে নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেটস্থ পাকশাহী জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, জামিলা খাতুন স্টোক জনিত কারণে ২০১৭ সালে ২৬ নভেম্বর সকাল ১০টায় ক্রিসেন্ট বাজারস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।