ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা পেলেন ২৫ সাংবাদিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা পেয়েছেন ২৫ সাংবাদিক। ডিআরইউ সদস্যদের সাহিত্য চর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি দিতে প্রতি বছর এ সম্মাননার আয়োজন করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে দৈনিক মানবজমিনের সম্পাদক কথা সাহিত্যিক মাহবুবা চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছর ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২৪ বিজয়ী হয়েছেন ৩ জন। কাব্য ক্যাটাগরিতে (কবিতা/ছড়া) অনন্ত ক্ষমার চিতাকাঠের জন্য বিজয়ী হয়েছেন কালের কণ্ঠ পত্রিকার হাসান হাফিজ। মননশীল (প্রবন্ধ ও গবেষণা) ক্যাটাগরিতে বিশ্বকে চমকে দেয়া আলোকচিত্র ও অন্যান্য গল্পের জন্য বিজয়ী হয়েছেন কালবেলা পত্রিকার জাকির হোসেন। এছাড়াও কথা সাহিত্য (গল্প/উপন্যাস) ক্যাটাগরিতে 'খলনায়ক’ গ্রন্থের জন্য বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আহমেদ আল আমীন। এ সময় লেখক সম্মাননা পান আরো ২২ সাংবাদিক।
বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ এবং সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দেয়া হয়। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা। এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: ভোরের কাগজে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী বলেন, লেখক সাহিত্যিক আমাদের সমাজের দর্পন। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুল-ত্রুটি, ভালো-মন্দ, অসংঙ্গতি সবকিছু তুলে ধরতে পারে। নিরেট আনন্দ দিতে পারে। নিরানন্দ জীবনে একটা ভালো গল্প, একটা ভালো কবিতা ও প্রবন্ধ অনেক বেশী উপকারে আসতে পারে মানুষের জীবনে।
তিনি বলেন, যে কোন মানুষই তার কাজের স্বীকৃতি চায়। তবে লেখক হোক, গায়ক হোক বা অভিনয় শিল্পী হোক সে কিন্তু পুরস্কারের আশায় কাজ শুরু করে না। কিন্তু কাজ করতে করতে যখন সে পুরস্কার পায়, কাজের স্বীকৃতি পায় তখন তার কাজের স্পৃহা আরো বেড়ে যায়, দায়িত্ব আরো বেড়ে যায়। যারা পুরস্কার পেয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আগের চাইতে তারা আরো ভালো কিছু আমাদের প্রত্যাশা দিবেন লেখক সাহিত্যিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, এ সাহিত্য পুরস্কার ডিআরইউ সদস্যদের মননশীলতা বিকাশে সহায়ক হবে এবং ডিআরইউতে সাহিত্য চর্চা আরো বেগবান করবে।