ইসরায়েলকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ‘নতুন ধাপে’ উপনীত হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ। এরই মধ্যে রকেট হামলা শুরু করেছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীটি। দক্ষিণ লেবাননে মারাত্মক ইসরায়েলি হামলার ‘প্রতিক্রিয়ায়’ গত বৃহস্পতিবার উত্তর ইসরায়েলে তারা বহুসংখ্যক রকেট ছুড়েছে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল হিজবুল্লাহর শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করার পর এটিই ছিল তাদের প্রথম হামলা।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসপ্রধান ইসামাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারো আশঙ্কা তৈরি করেছে যে, হামাস ও তার মিত্রদের সঙ্গে ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যে বহুমুখী ও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।
গত মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুর।
গত বৃহস্পতিবার বৈরুতে তার শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত জনতার সামনে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ বলেন, এই হত্যাকাণ্ডের প্রতীকী নয়, বরং পরিকল্পিত জবাব দেবে হিজবুল্লাহ। বেশ কিছু রাষ্ট্র প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল সীমা লঙ্ঘন করেছে এবং এর ফল অবশ্যম্ভাবী। আসন্ন হামলায় ইসরায়েল কী প্রতিক্রিয়া দেখাবে তার ওপর আঞ্চলিক পরিস্থিতি নির্ভর করছে।
ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে হামলার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী হিজবুল্লাহর লঞ্চারে আঘাত করেছে, মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল।
আরো পড়ুন: ইরানে বিমান চলাচল বন্ধ করল তুরস্ক
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের যে কোনো প্রতিশোধমূলক হামলা প্রতিহত করতে তারা প্রস্তুত। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেবে তারা।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দানিয়েহের ঘনবসতিপূর্ণ হারেক হ্রেইক এলাকায় ইসরায়েলের অভিযানে অভিযানে শুকুরসহ ৩ নারী ও ২ শিশু নিহত এবং আরো অনেকে আহত হন। এ ঘটনার পর গত বুধবার তেহরানে করা আরেকটি হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হন। এ হত্যাকাণ্ডের পর ইরান ও তার মিত্রদের একটি যৌথ প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা এবং এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে।
গত শনিবার সিরিয়া অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি হামলায় ১২ শিশু নিহত হয়। এ সময় তারা ফুটবল খেলছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার প্রতিক্রিয়ায় ফুয়াদ শুকুরকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় সেনারা। তাদের মতে, ইসরায়েলি সেনাবাহিনীর অসংখ্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে শুকুর। এমনকি মাজদাল শামসে হামলার জন্য তাকেই দায়ী করেছে ইসরায়েল। তবে মাজদালে হওয়া হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার পুনরায় এ অভিযোগ অস্বীকার করে নাসরাল্লাহ বলেন, ভুল করেও কোনো রকেট নিক্ষেপ করা হলে তা স্বীকার করত হিজবুল্লাহ।
আরো পড়ুন: ইউরোপে প্রচণ্ড গরমে বছরে পৌনে দুই লাখ মানুষের মৃত্যু
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে হামলা করে হিজবুল্লাহ ও ইসরায়েল। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা করছে তারা। হিজবুল্লাহ এবং ইসরায়েলের লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৫৪২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া ১১৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। এদিকে হিজবুল্লাহর হামলায় ২২ ইসরায়েলি সৈন্য ও ২৫ বেসামরিক নাগরিকসহ মোট ৪৭ জন ইসরায়েলি নিহত হয়েছে। এছাড়া নিয়মিত গোলাবর্ষণের কারণে সীমান্তের উভয় পাশে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানের যে অতিথি ভবনে হামলায় নিহত হয়েছেন সেখানে প্রায় দুই মাস আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। সেখানের গেস্ট হাউসে নিজের কক্ষে তিনি আছেন, এটা নিশ্চিত হওয়ার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান ওই ভবনে থাকা মধ্যপ্রাচ্যভিত্তিক ৭ জন কর্মকর্তা। ওই ৭ কর্মকর্তার মধ্যে দুজন ইরানি ছাড়াও একজন আমেরিকান রয়েছেন।
গত মঙ্গলবার গভীর রাতের ওই হামলায় হানিয়ার এক দেহরক্ষীও নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলকে অভিযুক্ত করছে ইরান ও হামাস। তবে ইসরায়েল এই হত্যার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি।
এর আগে সৌদি গণমাধ্যম জানিয়েছিল, তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে তাকে হত্যা করা হয়েছে। তবে ইরানের প্রতিরক্ষা বিভাগের দুর্বলতা কাজে লাগিয়েছে হত্যাকারীরা। গেস্ট হাউসে কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়।
ইরানের দুই কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখালাহ হানিয়ার পাশের কক্ষেই অবস্থান করছিলেন। তাদের মতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হানিয়াকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। কারণ বিস্ফোরণে তার কক্ষের খুব বেশি ক্ষতি হয়নি। তাই বোঝাই যায় এটা খুব পরিকল্পিত হত্যাকাণ্ড।
আরো পড়ুন: ফিলিপাইনে শক্তিশালি ভূমিকম্প
তারা আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে বিস্ফোরকগুলো হানিয়ার কক্ষে বিস্ফোরণের কিছু সময় আগে রাখা হয়েছিল।
তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সহায়তায় বিস্ফোরণটি ঘটানো হয়। এর আগে একইরকম নিখুঁত কায়দায় রিমোট নিয়ন্ত্রিত মেশিনগানের গুলিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে ২০২০ সালে হত্যা করেছিল।
ইসরায়েলকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র : হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জেরে ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ দেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে ইসরায়েলকে সুরক্ষা দেয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল শুক্রবার এ তথ্য ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসের বিবৃতি মতে, বাইডেন নেতানিয়াহুকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না। দুই নেতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে প্রয়োজনে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়েও আলাপ করেছেন।
এদিকে ইসরায়েলি টেলিভিশন নিশ্চিত করেছে, দেশটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটের মাধ্যমে ইরান ও হিজবুল্লাহর কাছ থেকে আসা সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ঠেকানোর কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে।