ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা চান এরদোগান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:১০ এএম

এরদোগান
পশ্চিমাদের মদদে গাজায় নজিরবিহীন বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন আবার গাজার উত্তরাঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে ইসরায়েল।
গাজাবাসীর ওপর এ গণহত্যা দেখে আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। খবর আনাদোলুর।
আঙ্কারায় শুক্রবার (১৮ অক্টোবর) এক জরুরি বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান।
ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেরও আহ্বান জানান তিনি। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আরব লীগকে পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
আরব দেশগুলোর নিষ্ক্রিয়তায় এক বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংস বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। মুসলিম বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিশর ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা এই আগ্রাসন থামাতে কোনো ভূমিকা নিচ্ছে না।
এমনকি এ নিয়ে তারা ইসরায়েলকে চাপও দিচ্ছে না। এছাড়া আরেক প্রতিবেশী দেশ জর্ডানও হাত গুটিয়ে রেখে বসে আছে।
লেবাননে চলমান স্থল অভিযান ও বিমান হামলার মধ্যেই গাজায় বড় সাফল্য পেয়েছে ইসরায়েল। দেশটির স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রধান ইয়াহহিয়া সিনওয়ার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন।
এমন এক সময় দেশটি এই সাফল্য পেল যখন গাজা নিয়ে আবারও সরব হয়েছে পুরো বিশ্ব। এমনকি গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডে নাখোশ যুক্তরাষ্ট্র।