হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের সেনা নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

হামলায় আরো তিন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে এক সেনা নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালায় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী আইডিএফ।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই ইসরায়েলি সেনার নাম সার্জেন্ট এরিয়েল সসনোভ (২০)। তাকে জেরুজালেম থেকে এনে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে আভিভিম নামক এলাকায় নিয়োজিত ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে নিযুক্ত করা হয়েছিল।
বুধবার আভিভিমের সীমান্ত এলাকায় লেবানন থেকে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। খবর টাইমস অব ইসরায়েলের।
এর একটির আঘাতেই সাসোনভ নামের ওই সেনা নিহত হন। হামলায় আরো তিন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।
উত্তর গাজায় হিজবুল্লাহর ছোঁড়া রকেটে কেফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের এক পদাতিক সদস্যও গুরুতর আহত হয়েছেন এবং পরে তাকে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আরো পড়ুন : ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ