ইউক্রেন সংঘাত দ্রুত বন্ধের চাবিকাঠি ট্রাম্পের কাছে: এরদোগান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ খুবই অল্প সময়ের মধ্যে বন্ধ করতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মনে করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এটি করার জন্য প্রয়োজনীয় সংকল্প এবং আগ্রহ রয়েছে বলে মনে করেন তিনি। খবর তাসের।
যদিও বাইডেন প্রশাসন বলছে, ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা মিত্রদের নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরদোগান বলেন, আমরা চাই ট্রাম্পের অধীনে মার্কিন প্রশাসন শান্তিপূর্ণ দৃষ্টিকোণ থেকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসুক। শুক্রবার এরদোগান তার কিরগিজস্তান এবং হাঙ্গেরি সফরের পর সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় এরদোগান মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেন, ইউক্রেনকে আরো অস্ত্র, বোমা বা সমরাস্ত্র দেয়ার অর্থ হলো এ যুদ্ধকে আরো দীর্ঘায়িত করা।
তুর্কি নেতা বলেন, সামরিক বল প্রয়োগে নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে প্রয়োজন কূটনীতি প্রচেষ্টা ও উদ্যোগ। তুরস্ক বারবার দুই বিবাদমান পক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করেছে। শান্তি স্থাপনে প্রয়োজনে আমরা আবারো কূটনৈতিক পথে চেষ্টা চালাব।
এরদোগান বলেন, এই যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যাব।
আরো পড়ুন : বিশ্বের কাছে ইসরায়েল তার কুৎসিত চেহারা দেখিয়েছে: খামেনি