গাজা নিয়ে ইউএনএসসির খসড়া প্রস্তাবে রাশিয়ার সমর্থন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:০০ এএম

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। ছবি : সংগৃহীত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা গাজা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে সমর্থন করেছে রাশিয়া। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্যও আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যাসিলি নেবেনজয়া বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই ধ্বংসাত্মক যুদ্ধ পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে হবে। গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে আসন্ন যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ধন্যবাদ জানা তিনি।
রাশিয়ার প্রতিনিধি বলেন, এখন কাজ করার সময়। ঠিক এই কারণেই ইউএনএসসির দশটি অস্থায়ী সদস্য দ্বারা প্রস্তুত করা গাজা সংক্রান্ত খসড়া রেজুলেশনকে পূর্ণ সমর্থন করে রাশিয়া। এই খসড়ায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির সরাসরি দাবি করা হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই এটিকে ভোটে দেয়ার এ আহ্বান জানিয়েছে ভ্যাসিলি।
আরো পড়ুন : গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের বর্বর হামলায় নিহত ১০৭