কোথায় গেলেন আসাদ? সিরিয়া ছাড়ার পর তার অবস্থান নিয়ে রহস্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
সিরিয়ায় বিদ্রোহীরা দামেস্ক দখলের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করে দেশ ছেড়েছেন। যদিও এই ব্যাপারে রাশিয়া আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করেনি, এর পর থেকেই আসাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সিরিয়ার বিদ্রোহী বাহিনী যখন বিদ্যুৎগতির আক্রমণ শুরু করে, তখন বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে যান। তবে তার প্রধানমন্ত্রী সিরিয়া ছাড়েননি, এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবও দিয়েছেন। আসাদের প্রায় দুই দশকের শাসনের অবসান হওয়ায় সিরিয়ার জনগণ উল্লাসিত হয়ে ওঠে।
তবে, আসাদের পরবর্তী অবস্থান নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার কিছু সময় পরেই আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে সিরিয়া ছেড়েছেন। সিরিয়া সরকারের শীর্ষ কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, আসাদ রোববার সকালে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও জানান, আসাদ সম্ভবত দেশের বাইরে রয়েছেন, তবে তিনি কোথায় আছেন তা স্পষ্ট করেননি। আবার, সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ এক কূটনীতিকও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেননি, তবে এমন কিছু গুঞ্জন রয়েছে যে আসাদ আবুধাবিতে আশ্রয় নিতে চেয়েছিলেন।
এছাড়া, আসাদের স্ত্রী এবং দুই সন্তান কোথায় আছেন, তা নিয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিরিয়া ছাড়ার পর আসাদ সম্ভবত ইরান অথবা রাশিয়ায় যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখলের পর রাশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানায় যে, আসাদ পদত্যাগ করে সিরিয়া ছেড়েছেন, তবে রাশিয়া আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ ছেড়ে গেছে, যা সম্ভবত আসাদকেই বহন করছিল। তাদের দাবি অনুযায়ী, উড়োজাহাজটি শনিবার রাতে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ফ্লাইটরাডার ২৪ ওয়েবসাইটে সেই সময় কোনো উড়োজাহাজের উড্ডয়নের তথ্য পাওয়া যায়নি।
তবে, রোববার সকালে শাম উইংস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শারজাহর উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। ফ্লাইটটি সময়মতো শারজাহ পৌঁছেছে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জানেন না যে আসাদ সেখানে গেছেন কি না।
রয়টার্সকে সিরিয়ার ঊধ্র্বতন দুই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আসাদকে বহনকারী উড়োজাহাজটি রোববার সকালে দামেস্ক বিমানবন্দর ছেড়েছে। তারা জানান, এটি ছিল সিরিয়ার ইলিউশিন আইএল৭৬ কার্গো উড়োজাহাজ। ফ্লাইটরাডার ২৪ এর তথ্যমতে, উড়োজাহাজটি প্রথমে দামেস্ক থেকে পূর্ব দিকে উড়েছিল, পরে তা উত্তরপশ্চিম দিকে ফিরে ভূমধ্যসাগরের দিকে চলে যায়, যেখানেই আসাদের নিজ আলাউইত সম্প্রদায় এবং রাশিয়ার নৌ ও বিমান ঘাঁটি অবস্থিত।
ফ্লাইটরাডার ২৪ এক্সে একটি পোস্টে জানিয়েছে, উড়োজাহাজটির ট্রান্সপন্ডার পুরোনো হওয়ায় কিছু ডাটা সঠিকভাবে পাওয়া যায়নি এবং কিছু তথ্য হারিয়ে গেছে।
এভাবে, আসাদ কোথায় আছেন, তা এখনও স্পষ্ট নয়, এবং তার অবস্থান নিয়ে নানা প্রতিবেদন ও গুঞ্জন চলছে।