দামেস্কে বিদ্রোহীদের কারফিউ জারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম

পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি : সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। রবিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকারী বিদ্রোহীদের কারফিউ ঘোষণা আসার পরপরই আস্তে আস্তে করে দামেস্কের রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে।
এর আগে, রাজধানী দামেস্কের বিভিন্ন জায়গা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। রাস্তায় রাস্তায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রেজিমের পতন উৎযাপন করতে দেখা যায় সিরিয় নাগরিক ও বিদ্রোহী বাহিনীকে।
এদিন, দামেস্কের ইতালিয় দূতাবাসে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে ইরানের দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে। তবে সেখানে কর্মরত ইরানি কূটনীতিকরা হামলার আগেই দূতাবাস ছেড়ে চলে গেছেন। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে এএফপি।
এর আগে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়া ছেড়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ায় সশস্ত্র সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশত্যাগ করেন।
বিদ্রোহীরা রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে চড়ে দেশ ছাড়েন বাশার-আল আসাদ। পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস।