বর্তমানে বিশ্বনেতা বলতে আমি আর পুতিন: এরদোগান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি : সংগৃহীত
বিশ্বে এখন মাত্র দুইজন প্রকৃত নেতা আছেন এবং তারা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন মন্তব্য করেছেন স্বয়ং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
এরদোগান বলেন, এখন পৃথিবীতে মাত্র দুজন অভিজ্ঞ নেতা আছেন। তাদের মধ্যে একজন আমি নিজে এবং অন্যজন ভ্লাদিমির পুতিন। কারণ, আমি প্রায় ২২ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছি অনেকটা পুতিনের মতোই। কিন্তু বাকি নেতারা কোনো কোনো প্রেক্ষাপটে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন।
রাজনীতি চালিয়ে যাওয়ার জন্য পুতিন এবং তার মধ্যে সংলাপ অব্যাহত থাকা জরুরি বলে আশা প্রকাশ করে এরদোগান।
তিনি বলেন, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারকে সম্মান করেন এরদোগান। তিনি একজন ভালো নেতা ছিলেন এবং তার প্রতি সম্মানের মাত্রা একেবারেই আলাদা ছিল বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।
তিনি বলেন, শ্রোডারের সঙ্গে আমাদের সংলাপ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এমনকি তিনি প্রায়ই তুরস্ক সফর করেন।
আরো পড়ুন : রাশিয়ায় সপরিবারে আশ্রয় নিয়েছেন আসাদ