×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় আসাদের দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

সিরিয়ায় আসাদের দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত

বাথ পার্টি ১৯৬৩ সাল থেকে সিরিয়া শাসন করে আসছে। ছবি : সংগৃহীত

   

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক দল বাথ পার্টির রাজনৈতিক কার্যক্রম দেশের অভ্যন্তরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে।  

দলটির মুখপত্র হিসেবে পরিচিত সংবাদপত্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত- সব ধরনের দলীয় কাজ ও কার্যকলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

দলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এই স্থগিতাদেশ সভা এবং অভ্যন্তরীণ কার্যাবলীসহ দলীয় কার্যক্রমকে প্রভাবিত করবে। বাথ পার্টি ১৯৬৩ সাল থেকে সিরিয়া শাসন করে আসছে। 

গত এক দশকের বেশি সময় ধরে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে বিদ্রোহীগোষ্ঠী। এই সিদ্ধান্তটি অভ্যন্তরীণ অস্থিরতা এবং আন্তর্জাতিক তদন্ত উভয়ের চাপের প্রতিক্রিয়া হতে পারে, বিশেষ করে সিরিয়ার চলমান অর্থনৈতিক সংগ্রাম এবং দশকব্যাপী গৃহযুদ্ধের প্রভাব সম্পর্কে।

১৯৬৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে বাথ পার্টি ক্ষমতায় আসে। প্রতিরক্ষামন্ত্রী হন বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদ।রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। ১৯৭০ সালে নিজ রাজনৈতিক গুরু ও সিরীয় নেতা সালাহ আল-জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। পরের বছরই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি।

সিরিয়ায় আসাদ পরিবারের বাথ পার্টি, যেটি আরব দেশে ৬০ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়।  রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার পাশাপাশি, নতুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করেছে বলেও ঘোষণা করেছে।

টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে পরিবারটি। এর মধ্যে ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল-আসাদ।  রাশিয়ায় পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত টানা দুই যুগ (২৪ বছর) ধরে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App