সিরিয়ার উত্তরণে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে : এরদোয়ান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির উত্তরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেশটিতে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার (২০ ডিসেম্বর) কায়রো থেকে ফিরতি ফ্লাইটে এরদোয়ান সাংবাদিকদের বলেন, আমরা সিরিয়ার জনগণকে উত্তরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করছি। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই তারা যাতে স্থির হতে পারে, তা খেয়াল রাখছি। খবর ইয়েনি সাফাকের।
তিনি জানিয়েছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শিগগিরই সিরিয়া সফরে যাচ্ছেন। ফিদান দেশটির নতুন কাঠামো তৈরিতে সহায়তা করতে কাজ করবেন।
আরো পড়ুন : গোলানের বাফার জোনে শান্তিরক্ষীদের মেয়াদ বাড়ালো জাতিসংঘ
এদিকে সিরিয়ায় জ্বালানি ঘাটতি এবং নিরাপত্তা বিষয়ক সমস্যা নিয়েও কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি সিরিয়ার জ্বালানি সংকটের দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সিরিয়া এবং ইরাকের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।
তুর্কি নেতা বলেন, আমরা ইরাক এবং সিরিয়ার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করব। এটি সিরিয়া এবং তুরস্ক উভয় দেশের ক্ষেত্রেই নতুন গতি নিয়ে আসবে।
এরদোয়ান সিরিয়ার ৩ কোটি জনসংখ্যার কথা উল্লেখ করে বলেন, সিরিয়া যদি স্থিতিশীলতা অর্জন করে, তবে দেশটি ভবিষ্যতে ইসলামী বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে থাকবে।
চলতি মাসের শুরুতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিসি) রাজধানী দামেস্ক দখল করে নেয়ার পর বাশারের সরকারের পতন ঘটে।