×

মধ্যপ্রাচ্য

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

   

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবিতে অন্তত ৮ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে একটি নৌকা দুর্ঘটনার শিকার হয়, যেখানে ১২১ জন অভিবাসী ছিলেন। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং কমপক্ষে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে, তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, বাকি অভিবাসীরা এখনো নিখোঁজ রয়েছেন।

মুখপাত্র আরো জানান, লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করে এই তথ্য নিশ্চিত করেছেন। জীবিতদের বর্তমানে ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে, যেখানে পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে তাদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

দূতাবাস কর্মকর্তারা আরো জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে আরো বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের জন্য ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে। তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে জীবিতদের সঙ্গে সাক্ষাৎ করতে চেষ্টা করছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App