×

মধ্যপ্রাচ্য

সশস্ত্র দলগুলো বিলুপ্ত করা হবে: সিরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম

সশস্ত্র দলগুলো বিলুপ্ত করা হবে: সিরিয়া

আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি : সংগৃহীত

   

সিরিয়ার সশস্ত্র দলগুলো নিজেদের বিলুপ্ত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একত্রিত হতে সম্মত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া বিদ্রোহীদের নেতৃত্বদানকারী আহমদ আল-শারার সঙ্গে সব সশস্ত্র দলের নেতাদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আরব নিউজের।

আহমদ আল-শারা জানিয়েছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে দেশে অস্ত্র থাকতে দেবে না সিরিয়ার নতুন কর্তৃপক্ষ। এটি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানান তিনি।

আরো পড়ুন : ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ

সংবাদমাধ্যম এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে শারা বলেন, কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলো নতুন নেতৃত্বে একীভূত হবে এবং সিরিয়াকে কোনোভাবেই বিভক্ত হতে দেয়া হবে না।

সিরিয়ায় বিগত ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি লোক মারা গেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সমর্থনে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণের প্রভাবের দেশটি বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছে।

দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীরা দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়। আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। 

তাছাড়া ওই অঞ্চলে চলা বিভিন্নমূখী অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ মাথায় নিয়ে ওই অঞ্চলের অন্য দলগুলো দামেস্কে তাদের দূত পাঠিয়েছে।

তার মধ্যে অন্যতম উদ্বেগ হচ্ছে, ইসলামিক স্টেট গ্রুপের সম্ভাব্য পুনরুত্থান। যারা কিনা ২০১৪ সালে সিরিয়ার পূর্বাঞ্চল এবং ইরাকের পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশে বিমান হামলা চালালে ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্য নিহত হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলে, আইএস ট্রাক বোঝাই অস্ত্র নিয়ে যাচ্ছিল, যেগুলো সেই হামলায় ধ্বংস হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App