×

মধ্যপ্রাচ্য

ইসরায়েল সমর্থকদের ওপর হামলায় নেদারল্যান্ডসে ৫ জনের সাজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

ইসরায়েল সমর্থকদের ওপর হামলায় নেদারল্যান্ডসে ৫ জনের সাজা

একজনকে ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের শাস্তি দেয়া হয়েছে। ছবি : সংগৃহীত

   

ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিব সমর্থকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের একটি আদালত। তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আমস্টারডামে গত ৭ নভেম্বর ইউরোপা লিগের একটি ম্যাচ চলাকালে মাকাবি তেল আবিবের পাঁচজন সমর্থক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলার আগে মাকাবি সমর্থকরা আরব-বিরোধী স্লোগান দেন, একটি ট্যাক্সি ভাঙচুর করেন এবং একটি ফিলিস্তিনি পতাকা পোড়ান বলে অভিযোগ।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেফাও ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন। ফুটেজে দেখা গেছে, তিনি মাটিতে পড়ে থাকা ব্যক্তিদের মারধর করছেন। আদালত তাকে ঘটনাটির ‘প্রধান ভূমিকা পালনকারী' হিসেবে চিহ্নিত করেছে।

আরো পড়ুন : ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা

এছাড়া ২৪ বছর বয়সি উমুতকান এ এক মাকাবি সমর্থককে আক্রমণ এবং তার স্কার্ফ ছিনিয়ে নেয়ার দায়ে এক মাসের কারাদণ্ড পেয়েছেন। অন্য আরেকজনকে দুই মাসেরও বেশি কারাদণ্ড দেয়া হয়েছে এবং একজনকে ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের শাস্তি দেয়া হয়েছে।

আরেক অভিযুক্ত, আবুশাবাব এম যিনি গাজা উপত্যকায় বড় হয়েছেন, তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। তবে তার মামলাটি মানসিক স্বাস্থ্য পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। প্রসিকিউশন জানায়, গাজার পরিস্থিতি এই ঘটনার পেছনে প্রভাব ফেলেছে। কারণ, এই সহিংসতার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় আরো ছয় জনের বিচার অপেক্ষমাণ, যাদের মধ্যে তিনজন নাবালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App