×

মধ্যপ্রাচ্য

পাকিস্তানি বোমাবর্ষণে ৪৬ জন নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি আফগান সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

পাকিস্তানি বোমাবর্ষণে ৪৬ জন নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি আফগান সরকারের

ছবি : সংগৃহীত

   

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বোমাবর্ষণে অন্তত ৪৬ জন নিহত হন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তালেবান সরকারের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকতিকা প্রদেশের চারটি স্থানে বোমাবর্ষণটি ঘটেছে। এ ঘটনার পর আফগান সরকার প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। 

বুধবার তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানান, হামলায় আঢ় ছয়জন আহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওরাজমি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তান এই বর্বরোচিত কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং আক্রমণের একটি জঘন্য উদাহরণ বলে মনে করে। আফগান সরকার এই কাপুরুষোচিত হামলার জবাব দেবে।

তবে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে হওয়া বহু সংখ্যক সন্ত্রাসী হামলার সূত্রপাত আফগানিস্তান থেকে হয়েছে, কিন্তু তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। 

চলতি বছরের মার্চেও দুই প্রতিবেশির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তখন তালেবান পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানে দুটি বিমান হামলা চালানোর অভিযোগ তোলে, যাতে ৫ জন নারী ও শিশু নিহত হয়। পাকিস্তান তখন স্বীকার করেছিল, তারা আফগানিস্তানে ‘গোয়েন্দা ভিত্তিক সন্ত্রাসবিরোধী অভিযান’ চালিয়েছে, তবে এর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। 

সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App